• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রানির প্রাসাদের কাছে 'আল্লাহু আকবর' বলে তলোয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ আগস্ট ২০১৭, ১১:৩২

শুক্রবার লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে তলোয়ার হামলা করে তিনজন পুলিশ কর্মকর্তাকে জখম করার ঘটনায় দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে জঙ্গি অপরাধে জড়িত সন্দেহে রোববার গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটেনের রানির লন্ডনের সরকারি বাসভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেয়ার একটি ঘটনার পরই এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলেই পুলিশ ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে যাকে এখনো হেফাজতে রাখা হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ডের জঙ্গি-দমন বিভাগের প্রধান ডিন হেডন জানান, এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে তার গাড়ি চালিয়ে দেয়ার পর তিনজন পুলিশ কর্মকর্তা তাকে ঘিরে ধরেন।

ওই ব্যক্তি বার বার 'আল্লাহু আকবর' বলে চিৎকার করছিল - তখন তাকে দ্রুত নিবৃত্ত করতে সিএস গ্যাস ব্যবহার করা হয় বলে কমান্ডার হেডন জানান।

তিনজন নিরস্ত্র ওয়েস্টমিনিস্টার পুলিশ কর্মী এই ঘটনায় অল্প জখম হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

তবে ওই ঘটনার সময় রাজপরিবারের কোনো সদস্য বাকিংহাম প্রাসাদে ছিলেন না বলেই জানা গেছে।

এদিকে শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে এক ব্যক্তি চাপাতি নিয়ে দুজন সৈন্যকে আক্রমণের পর গুলিতে নিহত হয়েছে। ৩০ বছর বয়সি এই আক্রমণকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে মারা যান। হামলার শিকার দুই সৈন্যের একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে ক্ষত তৈরি হয়েছে।

গেলো বছর সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হবার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত মুখ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
লন্ডনের পুলিশ স্টেশনে আগুন
X
Fresh