• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুতার্তেকে হিলারির পরামর্শ

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৭

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে পারস্পারিক সম্মান বজায় রেখে কাজ করার পরামর্শ দিলেন হিলারি ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অশ্লীল ভাষায় গালি দেয়ায় দুতার্তেকে এ পরামর্শ দেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী।

হিলারি বলেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টকে অপমান করেছেন। তাই বৈঠক বাতিলই ছিল সঠিক সিদ্ধান্ত।

দুতার্তের উদ্দেশে তিনি বলেন, ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক চুক্তি রয়েছে। দু’দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই উভয়পক্ষের উচিত সম্মানের মাত্রা বজায় রাখা।

তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার জানায়, ফিলিপাইনের সঙ্গে সম্পর্ক ব্যাহত হবার কোন কারণ নেই। আমরা আন্তরিক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ চাই।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মাকে জড়িয়ে অশালীন ভাষায় গালি দেয়ায় ওবামা-দুতার্তে নির্ধারিত বৈঠক বাতিল করেন ওবামা। তবে এরপরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh