• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্যামেরুনে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ আগস্ট ২০১৭, ১৬:১২

ক্যামেরুনের উত্তরাঞ্চলের নাইজেরিয়া সীমান্তবর্তী একটি গ্রামে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর হামলায় ১১ জন নিহত হয়েছেন । এছাড়া আট জনকে অপরহণ করা হয়েছে।

শুক্রবার গাকার নামের ওই গ্রামে হামলা চালানো হয়। এসময় ৩০টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়। কলোফাতা শহরের কাছাকাছি ওই গ্রামে বিভিন্ন সময় আত্মঘাতী হামলা চালানো হয়।

দেশটির সেনাবাহিনীর এক কর্নেল নিহতের সংখ্যা ১১ বললেও একজন জেলা কর্মকর্তা বলেছেন, মোট ১৫ জন নিহত হয়েছেন এ দিনের হামলায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেছেন, মাঝরাতে ওই হামলা চালানো হয়। ঘটনার পর অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছেন।

কলোফাতার মেয়র হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, মৃতের সংখ্যার বিষয়ে তার কোনো ধারণা নেই।

‘খিলাফত’ প্রতিষ্ঠার চেষ্টায় থাকা বোকো হারামের কারণে গেলো আট বছরে ২০ হাজার মানুষ। এছাড়া ঘরছাড়া হয়েছেন ২৭ লাখের বেশি মানুষ।

বৃহস্পতিবার নাইজেরিয়ার বর্নে বোকো হারামের হামলায় পাঁচজন নিহত হয়। গেলো সপ্তাহে তিনজন নারীর আত্মঘাতী বোমা হামলায় নাইরেজিয়ার মান্দারারি গ্রামের কাছাকাছি একটি জায়গায় ২৮ জন নিহত ও ৮২ জন আহত হয়।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh