• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে ফের বিমান হামলা, শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ আগস্ট ২০১৭, ১৯:৫৮

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ফের নিহত হয়েছে শিশুসহ অন্তত ১৪ জন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

শুক্রবার প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, অনেকেই আহত অবস্থায় ধ্বংসস্তূপে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বিধ্বস্ত দুটি ভবনের একটির বাসিন্দা মোহাম্মদ আহমদ জানান, নয়টি মরদেহ তারা হাসপাতালে নিয়েছেন। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মানুষকে উদ্ধার করছেন স্থানীয়রা।

ক’দিন আগেই সৌদি জোটের একটি যুদ্ধবিমান উত্তর সানার আরহাব এলাকার একটি হোটেলে হামলা চালায়। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছিলেন।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে অভিযান চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত ও কয়েক লাখ মানুষ গৃহহারা হয়েছেন।

যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে কলেরা প্রকোপ বেড়েছে ভয়াবহভাবে। এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে কলেরায়। এছাড়া চলতি বছরে প্রায় ৬ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন।

এপি/কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
X
Fresh