• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৭, ২৩:৩১

ইয়েমেনের রাজধানী সানায় একটি হোটেলের কাছে চালানো বিমান হামলায় নিহত হয়েছে ৬০ জন। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

বুধবার হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আলমাসিরা’য় প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়। এ হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়েমেনের রেড ক্রিসেন্টের সানা শাখার প্রধান হোসেন আল-তাওইল জানান, আরহাব শহরের একটি হোটেলের কাছে সৌদি জোটের চালানো বিমান হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছেন।

রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি জোটের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। ২০১৫ সালের মার্চ থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

আন্তর্জাতিক সহায়তা সংস্থার পাশাপাশি এক সরকারি কর্মকর্তা এএফপিকে দেশটির সরকার বিরোধী হুথি বিদ্রোহী অধ্যুসিত সানায় এক সিরিজ হামলার বিষয়টি নিশ্চিত করে।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাইডেনের হুমকির ২৪ ঘণ্টা না যেতেই ইয়েমেনে ফের হামলা
প্রয়োজনে আরও হামলা হবে : বাইডেন
ইয়েমেনে হামলা বন্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ 
ইয়েমেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি হুতিদের 
X
Fresh