• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নরখাদকের বিচার শুরু

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ আগস্ট ২০১৭, ২১:২০

দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের চার নরখাদকের বিচার শুরু করেছে দেশটির একটি আদালত। এ চারজনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করা এক নরখাদক জানায়, মানুষের মাংস খেতে খেতে সে ক্লান্ত হয়ে পড়েছে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ব্যাগ থেকে মানুষের একটি পা ও একটি হাত বের করে পুলিশকে দেখায়। এরপর তাকে সঙ্গে নিয়ে দেশটির কোয়াজুলু-নাটাল এলাকার এক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই বাড়ি থেকেও মানুষের কয়েকটি অঙ্গ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার চারজনের মধ্যে দু'জন ওঝা, যারা ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেয়ার কথা বলে মানুষকে প্রতারিত করে আসছিল। তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান, ২২ থেকে ৩২ বছরের ওই চার জন কোনো নরমাংসভোজী দলের সদস্য বলে মনে করছেন তারা। অভিযানের পর বাড়িটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে।

সেখান থেকে উদ্ধার করা অঙ্গগুলো একই মানুষের নাকি ভিন্ন জনের তা এখনও পরিষ্কার নয় বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh