• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ট্যাঙ্কার সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর সমস্ত অপারেশন বন্ধের নির্দেশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ আগস্ট ২০১৭, ১৯:৫৭

প্রশান্ত মহাসাগরে আমেরিকার ক্ষেপণাস্ত্রবাহী রণতরী জন এস ম্যাককেনের সঙ্গে লিবেরিয়ার তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনার পর গোটা বিশ্বে নৌবাহিনীর সমস্ত চলাচল স্থগিত রাখার নির্দেশ দিল মার্কিন নৌবাহিনী।

গেলো সোমবার ভোর ৫টা ২৪ মিনিটে সিঙ্গাপুরের কাছে ঘটা ওই দুর্ঘটনায় ১০ জন নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন নাবিক। আহত এবং নিখোঁজ নাবিকরা প্রত্যেকেই ডেসট্রয়ার দ্য ম্যাককেনের ক্রু ছিলেন।

সংঘর্ষের পর মার্কিন নৌবাহিনীর ন্যাভাল অপারেশন্সের প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন এ নির্দেশ জারি করেন। মার্কিন নৌবাহিনীর সব ধরনের জলযান চলাচল বন্ধ রাখা হবে। সেই সঙ্গে নিরাপদে চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জাননো হয়।

৫০৫ ফুট লম্বা আরলেঘ বুর্কে-ক্লাস ডেসট্রয়ার ‘দ্য ম্যাককেন’ জাপানের ইওকোসুকা বন্দর থেকে রওনা দেয়। রুটিন মহড়ার জন্য সিঙ্গাপুরে যাচ্ছিল সেটি। সিঙ্গাপুর বন্দর থেকে কিছু দূরে লিবেরিয়ার ৬০০ ফুট লম্বা তেলের ট্যাঙ্কার অ্যালনিক ম্যাক-এর সঙ্গে সংঘর্য ঘটে তার। অ্যালনিকও সিঙ্গাপুরে যাচ্ছিল।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh