• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের গুলিতে বার্সেলোনা হামলার প্রধান সন্দেহভাজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ আগস্ট ২০১৭, ১৫:২৭

স্প্যানিশ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বার্সেলোনায় পথচারীদের ওপর ভ্যান চালিয়ে ১৫ জনকে হত্যার প্রধান সন্দেহভাজন ইউনুস আবুইয়াকুব।

সোমবার বার্সেলোনা শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমের সুবিরাস্ত গ্রামে পুলিশি অভিযানে নিহত হন ২২ বছরের ওই মরক্কান।

দ্য গার্ডিয়ান জানায়, সোমবার বিকালে আবুইয়াকুবকে ওই গ্রামে দেখতে পান স্থানীয় এক নারী। প্রচণ্ড গরমেও অত্যন্ত মোটা কাপড় পরা যুবককে দেখে সন্দেহ হয় তার। পরে পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ সুবিরাস্ত গ্রাম ঘিরে ফেললে পরে একটি আঙ্গুর বাগানের ভেতরে ঢুকে পরে সে। সেখানে তার গায়ে থাকা নকল আত্মঘাতী বিস্ফোরক ভেস্টটি দিয়ে পুলিশকে ভয় দেখাতে থাকেন। সেময় ‘আল্লাহু আকবর’চিল্লাতে থাকেন তিনি।

এসময় তার আশপাশে পুলিশের হেলিকপ্টার ও গাড়ি দিয়ে ঘিরে ফেলে গুলি চালানো হয়।

পুলিশ জানিয়েছে, বার্সেলোনায় হামলার পরে এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট আটজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার বার্সেলোনায় লা রাম্বলাস অ্যাভিনিউয়ে হামলার পর আবুইয়াকুবকে ধরতে ব্যাপক অভিযান চালায় পুলিশ। ওই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। আর আহত হন শতাধিক। ঘটনার পর পালানোর সময় একটি গাড়ি ছিনতাই করে মালিককে হত্যা করে আবুইয়াকুব। আর গেলো শুক্রবার হাসপাতালে থাকা অপর আরেক আহত নারীর মৃত্যু হয়।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
X
Fresh