• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তেলবাহী ট্যাংকার ও মার্কিন রণতরীর সংঘর্ষ, নিখোঁজ ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৭, ১১:২৯

সিঙ্গাপুর উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন রণতরী ইউএসএস জন ম্যাককইনের সংঘর্ষ হয়েছে। এতে আমেরিকান ১০ নাবিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে সিঙ্গাপুর বন্দরের দিকে মার্কিন রণতরীটি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মালাক্কা প্রণালী হয়ে সিঙ্গাপুরের বন্দরে প্রবেশ করছিল রণতরী। এসময় তেল ও কেমিক্যালবাহী লাইবেরিয়ান জাহাজ আলনিক এমসি’র সঙ্গে রণতরীটির সংঘর্ষ হয়।

নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি অভিযান চলছে। ওই এলাকায় টহলরত মার্কিন জাহাজ, কোস্টগার্ড জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস অ্যামেরিকাকে নিয়ে অনুসন্ধান চালাচ্ছে সিঙ্গাপুর।

তবে ইউএস নৌবাহিনীর বিবৃতিতে তেলবাহী জাহাজের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি। ৬০০ ফুটের লাইবেরিয়ার ওই জাহাজটি ২০০৮ সালে তৈরি হয়েছিল।

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ দ্য অ্যালনিক এমসি ৩০ হাজার টন তেল নিয়ে সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল। দু’মাসের ব্যবধানে দু’দফা মারাত্মক সংঘর্ষে পড়লো মার্কিন রণতরী।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh