• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্পেনে ফের হামলা, পুলিশের গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৭, ১৯:২৩

স্পেনে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী সন্দেহে ৫ জনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। এতে আহত হয়েছেন পুলিশসহ সে দেশের ৭ নাগরিক।

শুক্রবার ভোরে দেশটির কাতালানিয়ার উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র কামব্রিলসে হামলাকারীরা লোকজনের ভিড়ে গাড়ি উঠিয়ে দেয়।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য। বাকি ৬ জন বেসামরিক নাগরিক।

দেশটির বার্সেলোনা শহরের লাস রামব্লাসে হামলার ২৪ ঘণ্টা পার না হতেই ফের এ হামলার ঘটনা ঘটলো।

এ ব্যাপারে দেশটির সম্প্রচার মাধ্যম আরটিভিই জানিয়েছে, হামলাকারীদের কাছে সম্ভবত আত্মঘাতী বেল্ট ছিল। তারা পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার চেষ্টা করছিল।

অন্যদিকে কাতালানিয়ার পুলিশ টু্ইটবার্তায় জানিয়েছে, কামব্রিলসে নিহত সন্ত্রাসীদের সঙ্গে বার্সেলোনা ও আলাসানার ঘটনার যোগসূত্র রয়েছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে তারা কাজ করছেন বলেও ওই টুইটবার্তায় উল্লেখ করা হয়েছে।

গেলো বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে পর্যটন এলাকা রামব্লাসে ভিড়ের মধ্যে ভ্যান নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ১৩ জন নিহত এবং ২০ জন আহত হন। হামলার দায় স্বীকার করে আইএস।

লাস র‌ামব্লাসে হামলাকারীকে এখনো খুঁজছে পুলিশ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম মওসা ওবাকির(১৮)। সে ড্রিস ওবাকিরের ভাই। ড্রিস হামলায় ব্যবহৃত গাড়িটি ভাড়া করেছিলেন।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্লাইওভার থেকে ৫০ যাত্রী নিয়ে পড়ে গেল বাস, নিহত ৫ 
যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫, তিনজনই একই পরিবারের
সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫
X
Fresh