• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্পেনে দ্বিতীয় হামলা ঠেকাল পুলিশ, আইএস’র দায় স্বীকার

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৭, ০৯:৩৬

স্পেনের কাতালোনিয়ার উপকূলীয় শহর ক্যামব্রিলসের কাছে দ্বিতীয় বারের মতো হামলা করে সন্ত্রাসীরা। তবে এ হামলা ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেছে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় ৫ জন নিহত হয়েছে। নিহতরা হামলাকারী বলে দাবি পুলিশের। এ নিয়ে নিহতের সংখা দাঁড়ালো ১৮ জনে।

হামলাকারীরা বিস্ফোরক বেল্ট পরিহিত ছিল বলে পুলিশ জানিয়েছে। স্প্যানিশ পুলিশের পক্ষ থেকে জনগণকে রাস্তা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে বার্সেলোনায় পথচারীদের ওপর ভ্যান চালিয়ে ১৩ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এতে প্রায় ৫০ জন আহত হন।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে আইএস। তাদের কথিত সংবাদ সংস্থা আমাক বলেছে, তাদের সৈন্যরা বার্সেলোনায় এই হামলা চালিয়েছে। পথচারীদের ভিড়ের মধ্যে একটি ছোট গাড়ি (ভ্যান) তুলে দিয়ে এ হামলা চালানো হয়।

স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাজয় বলেছেন যে এটি একটি ‘জিহাদি আক্রমণ’।

প্রথম হামলাটি হয় বৃহস্পতিবার স্থানীয় সন্ধ্যা ৬টার দিকে। পথচারীদের ভিড়ের মধ্যে একটি ছোট গাড়ি (ভ্যান) তুলে দিয়ে এ হামলা চালানো হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকুইন ফর্ন নিহত ব্যক্তির সংখ্যা ১৩ জন বলে নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

হামলার পর দ্রুত সশস্ত্র পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন।

পথচারীদের এভাবে পিষ্ট করার পর ভ্যানচালক হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকে একটি পানশালা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন আরো দুই হামলাকারীকে খোঁজা হচ্ছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh