• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এবার বার্সেলোনায় মানুষের ভিড়ে ভ্যান, নিহত ১৩

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৭, ২৩:১১

এবার স্পেনের বার্সেলোনার পর্যটক শহর হিসেবে পরিচিত রামবলাস এলাকায় মানুষের ভিড়ের ওপর ভ্যান গাড়ি উঠিয়ে দেয়া ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন বহু।

বৃহস্পতিবার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে রয়টার্স, মিরর ও এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্প্যানিশ পুলিশের বরাত দিয়ে জানায়, বার্সেলোনার রামবলাস এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এজন্য জরুরি ভিত্তিতে আহতদের সেবা দেয়ার আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে স্থানীয় গণমাধ্যম এল পেইস পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে দাবি করেছে, ঘটনার সময় গুলির শব্দ শোনা গেছে, এবং হামলার পর পালিয়েছে ভ্যান চালক।

বার্সেলোনার স্থানীয় ২০ বছর বয়সী এক যুবক বিবিসিকে বলেছেন, অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। এখানে অনেক মানুষ আছে। অনেক পরিবার আছে। এ এলাকাটিই বার্সেলোনার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান।

ঘটনাটির বিস্তারিত এখনও পরিষ্কার জানা যায়নি। তবে গাড়িটি মানুষজনকে আক্রমণ করার জন্যই ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ নিহত ২
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
X
Fresh