• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

রাহুলের পর সোনিয়াও ‘নিখোঁজ’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৭, ১৯:৪৩

গেলো সপ্তাহে ভারতের সংসদীয় বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ‘নিখোঁজ’ ছিলেন। এবার দলটির সভানেত্রী ও রাহুলের মা সোনিয়া গান্ধীও ‘নিখোঁজ’ রয়েছেন- এমন পোস্টার ছাপানো হয়েছে উত্তর প্রদেশে (ইউপি)।

ইন্ডিয়া টুডে জানায়, ইউপি’র নিজ নির্বাচনী এলাকায় রায় বেরেলিতে মঙ্গলবার সোনিয়া ‘নিখোঁজ’ রয়েছেন এমন অনেক পোস্টার দেখা যায়। গোরা বাজার, মহানন্দপুর ও রায়বেরেলি সরকারি কলোনি এলাকায় এ পোস্টারগুলো লাগানো হয়।

রায় বেরেলির জন্যগণের পক্ষে প্রচারিত ওই পোস্টারে অভিযোগ করা হয়, যদি কেউ তার (সোনিয়া) সন্ধান মিলিয়ে দেয় তাহলে তার জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা।

এতে দাবি করা হয়, সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে সোনিয়া তাদের ঠকাচ্ছেন। যদিও কংগ্রেসের নেতাকর্মীরা সব পোস্টারগুলো ছিড়ে ফেলেন।

চলতি বছরে এ পর্যন্ত নিজ এলাকায় একবারও আসেননি সোনিয়া।

অন্যদিকে গেলো বছরের ফেব্রুয়ারিতে সবশেষ নিজের সংসদীয় এলাকা আমেথিতে দেখা যায় রাহুলকে। সেময় ইউপির’ অ্যাসেম্বলি ভোটে কংগ্রেসের প্রার্থীর পক্ষে প্রচারণা করেন তিনি।

স্থানীয় কংগ্রেস নেতারা এগুলোকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) ও ভারত জনতা পার্টির (বিজেপি) চক্রান্ত বলে দাবি করেছেন।

আমেথি জেলা কংগ্রেসের সভাপতি যোগেন্দ্র মিশ্র বলেন, এ পোস্টারগুলো ভিত্তিহীন।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাহুল ও পুরান ঝড়েও রক্ষা পেলো না লখনৌ, শুভসূচনা রাজস্থানের
শারীরিক আকৃতি দমাতে পারেনি ৩ ফুট ১০ ইঞ্চির সোনিয়াকে
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
রাঁচি টেস্টও খেলা হচ্ছে না রাহুলের, ফিরলেন মুকেশ
X
Fresh