• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সিয়েরা লিওনের বন্যায় এখনো নিখোঁজ ৬০০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৭, ২১:২৩

সিয়েরা লিওনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত প্রায় ৪০০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকর্মীরা। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৬০০ জন।

ভয়াবহ বন্যা ও ভূমিধসে রাজধানী ফ্রিটাউনের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। জরুরি সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা।

রেডক্রসের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, লাশঘরে পর্যাপ্ত জায়গা নেই। এজন্য গণকবরের চিন্তা করা হচ্ছে। প্রবল বর্ষণ ভূমিধসে রাজধানী ফ্রিটাউনের কাছের এক অঞ্চল ঢেকে গেছে কাদামাটিতে।

দেশটির প্রেসিডেন্টের মূখপাত্র আবদুলাই বারায়াটে জানিয়েছেন, মর্গে নিহতদের জায়গা না দিতে পারায় তারা গণকবর খোড়ার পরিকল্পনা করছেন। পুরো জাতি এখন শোকার্ত। প্রায় প্রত্যেকেই তাদের কাছের মানুষদের হারিয়েছে।

সোমবার ভোরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ফ্রিটাউনের রিজেন্ট এলাকার অনেক ঘুমিয়ে থাকা অনেকের বাড়ি মাটির নিচে চাপা পড়ে।

এসময় অনেক বাড়ি তলিয়ে গেছে যায় কাদামাটির রাতে ভেসে বেড়াচ্ছে মানুষের মরদেহ। তবু জীবন বাজি রেখে কাদামাটির স্তুপ থেকে প্রাণের স্পন্দন শোনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

বন্যা দেশটির জন্য স্বাভাবিক বিষয়। প্রতিবছরই এই সময়ে বন্যা হয়ে থাকে।

ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জলবায়ু পূর্বাভাস কেন্দ্র জানায়, গেলো ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh