• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরানের সঙ্গে বন্ধুত্বে ইরাকের ‘হস্তক্ষেপ’ চায় সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৭, ১৬:৪৯

ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইরাককে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে সৌদি আরব।

রোববার বাগদাদে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল আরাজি।

শনিবার আরাজি তেহরান সফর করেন। সে সময় গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকের জন্য দেশটির কয়েকটি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতও করেন তিনি। এর আগে গেলো জুলাইতে সৌদি আরব ভ্রমণ করেন আরাজি।

তিনি বলেন, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান তাকে আনুষ্ঠানিকভাবে তেহরানের সঙ্গে রিয়াদের আলোচনার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন।

এ ব্যাপারে সালমানকে ইরানের দৃষ্টিভঙ্গির বিষয়ে অবগত করেন তিনি।

সম্পর্ক স্বাভাবিকের সদিচ্ছার মনোভাব হিসেবে চলতি বছর ইরানিদের হজের অনুমোদন দেয় সৌদি কর্তৃপক্ষ।

এ সময় ইরানি হাজিদের সঙ্গে ভালো আচরণের আহ্বান জানিয়ে দেশটির ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কখনো আগ বাড়িয়ে রিয়াদের সঙ্গে সম্পর্ক ভাঙেনি তেহরান।

গেলো বছরের জানুয়ারিতে প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের জের ধরে তীব্র উত্তেজনা দেখা দেয় রিয়াদ- তেহরান সম্পর্কে।

এক পর্যায়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh