• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৭, ২৩:৪৭

নেপালে ভারীবর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আরো বহুসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি।

আরো ১৭ জন আহত হয়েছে এই দুর্যোগে। নেপালের দক্ষিণাঞ্চলের সমতল ভূমিতে সৃষ্ট এই বন্যায় ৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার বলা হয়েছিল, ৩০ জন মানুষ বন্যা ও ভূমিধসে মারা গেছে। সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে, প্রায় ৩৪ হাজার বাড়ি ডুবে গেছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রী জনার্দন শর্মার বিশেষ সহকারী লক্ষ্মী পান বলেন, মৃতর সংখ্যা আরো বাড়তে পারে এখনো আমরা চূড়ান্ত হিসাব সম্পূর্ণ করিনি।

রেডক্রসের হিসাবানুযায়ী এই দুর্যোগে এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বরে বর্ষাকালের বৃষ্টি কৃষিনির্ভর নেপালের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটি প্রতিবছর ধ্বংসও ডেকে আনে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক কাফলে বলেন, এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh