• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারী সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৭, ২০:১৭

রাশিয়ার আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো পাইলট হিসেবে প্রশিক্ষণের জন্য ক্রাসনোদর এভিয়েশন স্কুলে মেয়েদের ভর্তি করানো হবে।

শনিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সুইগো সাংবাদিকদের এ কথা জানান।

সার্গেই সুইগো জানান, কিছু সংখ্যক মেয়ে রয়েছে, যারা সামরিক পাইলট হতে আগ্রহী। আমরা শ’ শ’ আবেদন পেয়েছি। এদের মধ্যে বাছাইকৃত প্রথম গ্রুপকে ওই স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, বাছাইকৃত প্রশিক্ষণার্থীর সংখ্যা খুবই কম। মাত্র ১৫ জন। তাদের নিয়েই আসছে পহেলা অক্টোবর থেকে প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে।

এই ১৫ জন ছাড়াও রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস আরো যে আবেদনগুলো পেয়েছে সেগুলোও বিবেচনা করা হচ্ছে।

ক্রাসনোদর এভিয়েশন স্কুলে ২০০৯ সালে নারী ক্যাডেটদের ভর্তি করা হলেও পাইলট হিসেবে প্রশিক্ষণের জন্যে কখনো নেয়া হয়নি।

এপি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh