• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইরানে বন্যায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ আগস্ট ২০১৭, ২০:৩৬

প্রবল বর্ষণে ইরানের উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরো দু’ জন।

স্থানীয় রেড ক্রিসেন্ট জানায়, খোরাসান রাজাভি’তে আটজন, গুলেস্তানে দু’ জন ও উত্তর খোরাসানে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুলেস্তানের আলিয়াবাদে দু’জন নিখোঁজ রয়েছেন।

রেড ক্রিসেন্টের উদ্ধার বিষয়ক প্রধান মরতেজা সালিমি বলেছেন, বন্যায় এক পরিবারের দু’জন নিখোঁজ রয়েছে। গোলেস্তান প্রদেশে প্রবল স্রোতে তাদের গাড়ি ভেসে যাওয়ায় এ দু’জন নিখোঁজ হয়। উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এদিকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বেহনাম সাইদি জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভাড়ি বৃষ্টিপাত আরো কয়েকদিন চলবে।

খোরাসান রাজাভি প্রদেশের বেশ কয়েকটি এলাকায় কাজ করছেন প্রায় ২০০ উদ্ধারকর্মী। একই প্রদেশের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সাড়ে ৪০০ মানুষ।

এর আগে গেলো এপ্রিলে ইরানের উত্তর-পশ্চিমের চারটি প্রদেশে বন্যা ও ভূমিধসে মারা যায় ৪৮ জন।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh