• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্ত, আমিরাতের ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ আগস্ট ২০১৭, ১৯:৫৯

ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) চার সৈন্য নিহত হয়েছেন।

ইউএই সামরিক বাহিনী শনিবার এএফপিকে এ খবর নিশ্চিত করে।

দেশটির বার্তা সংস্থা দ্য ন্যাশনাল জানায়, শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের অধীনে আল-কায়দার জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিত অভিযানে যায় ওই হেলিকপ্টারটি। সাবওয়া প্রদেশের দক্ষিণাঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয়। এতে চারজন সৈন্য নিহত হন।

নিহতরা হচ্ছেন, লাইন অফিসার আহমেদ খলিফা আল বালুসি, লেফট্যানেন্ট ক্যাপ্টেন জসিম সালেহ আল জাবি, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সাইদ আল হাসানি, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুরাদ আবু বকর।

তাদের মরদেহ শনিবার আবুধাবির আল বাতেন এয়ারপোর্টে আনা হয়। স্থানীয় সময় বাদ আসর তাদের জানাজা হবার কথা রয়েছে।

চলতি মাসে ইউএই’র প্রশিক্ষণপ্রাপ্ত ইয়েমেনের বিশেষ বাহিনী আল-কায়দার বিরুদ্ধে সাবওয়ায় বড় ধরণের অভিযান শুরু করেছে। প্রদেশের অধিকাংশ এলাকা থেকেই তাদের তাড়িয়ে দিয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh