• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিরিয়া-তুরস্ক সীমান্ত আইএস মুক্ত

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৮

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এর ফলে বন্ধ হয়ে গেল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আইএস'র জঙ্গি সংগ্রহের পথ। বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সংগঠনটি।

কুর্দিপন্থী বিদ্রোহী ও আইএস দমনে অভিযান শুরু করে আঙ্কারা। অভিযানের অংশ হিসেবে ২৪ আগস্ট সিরিয়ায় প্রবেশ করে তুরস্কের সামরিক বহর। এর পরপরই সেখান থেকে পালাতে শুরু করে আইএস সদস্যরা।

রোববার সীমান্ত থেকে আইএসের মূলোৎপাটনের ঘোষণা দেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

তুর্কি প্রধানমন্ত্রী তার ঘোষণায় বলেন, তুরস্কের সামরিক বাহিনী এবং আঙ্কারা সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি এজাজ ও জারাব্লুস শহরের মধ্যবর্তী সব এলাকা মুক্ত করেছে।

যুক্তরাজ‌্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম‌্যান রাইটস’ এর মুখপাত্র রামি আবদুল রাহমান জানান, ‘সীমান্তে এখন আর আইএসের কোনও উপস্থিতি নেই। কয়েক ঘণ্টার মধ‌্যেই আইএসকে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়।’

যুদ্ধবিধ্বস্ত ইরাক এবং গৃহযুদ্ধকবলিত সিরিয়ার যে অংশ গেল তিন বছরে আইএস দখলে নিয়েছিল, তার অর্ধেক গেল দেড় বছরে তারা হারিয়েছে।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh