• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গুয়ামে হামলা হলে বড় সমস্যায় পড়বেন কিম: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ আগস্ট ২০১৭, ১৩:২৬
আমেরিকার অধীনস্থ দ্বীপ গুয়াম

গুয়ামে কোনো ধরনের হামলা চালালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বড় সমস্যায় পড়বেন। বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজার্সির বেড মিনিস্টার গলফ কোর্সে ছুটি কাটাচ্ছেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।

তিনি বলেন, আপনারা ভালো করেই জানেন আমি কী বুঝাতে চাচ্ছি। আশা করি, আমার বক্তব্যের তাৎপর্য ভালো করেই বুঝেছেন।

কিমকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তিনি যদি গুয়ামসহ আমেরিকার কোনো অঞ্চলে বা মিত্রের সঙ্গে ঝামেলায় জড়াতে চান তাহলে অবশ্যই এর চরম মূল্য দিতে হবে।

এদিকে গুয়ামের গভর্নর এডি বাজা কালভো নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন। এতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে তাকে আশ্বস্ত করে বলেছেন, গুয়াম ১ হাজার শতাংশ নিরাপদে আছে।

এছাড়া হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা জন কেলিও তার সঙ্গে ফোনে আলাপ করেছেন বলে ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়।

এদিকে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে শক্তিধর দেশগুলো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আমেরিকাকে শান্তি স্থাপনের প্রথম পদক্ষেপ নেবার জন্য আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, তীব্র কথার লড়াই চলছে সেটি তার দৃষ্টিতে ভুল জবাব। যুদ্ধ কখনোই ভালো ফল নিয়ে আসতে পারে না।

এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং উভয় পক্ষকে তাদের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য ও পদক্ষেপের ব্যাপারে সতর্ক হওয়ার এবং চলমান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার আহ্বান জানান।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh