• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিশরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৮ আহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৭, ২১:২২

মিশরের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৮ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দেশটির আলেকজান্দ্রিয়া শহরে এ ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম আল আহরাম এর অনলাইন খবরে এ তথ্য জানানো হয়েছে।

এ দুর্ঘটনার খবরে আরো বলা হয়, কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বিপরীত দিকের পোর্ট সৈয়দ থেকে আসা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও এ তথ্য জানানো হয়েছে।

তবে দুর্ঘটনায় মোট কতজন নিহত বা আহত হয়েছেন তার সঠিক সংখ্যা নির্দিষ্ট করেননি।

এ ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটি প্রসিকিউটর জেনারেল নাবিল সাদিক।

উল্লেখ্য, ২০১২ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫১ জন নিহত হয়েছিল।

২০১৩ সালেও একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

সি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিশরে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
দাঁড়িয়ে থাকা বগিতে ইঞ্জিনের ধাক্কা, আহত অর্ধশত যাত্রী
মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
নেশনস কাপে মিশরের সৌভাগ্যের আশায় গরু কোরবানি
X
Fresh