• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে জঙ্গি সন্দেহে বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ আগস্ট ২০১৭, ১৪:৫৪

ওসামা বিন লাদেনের প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সদস্য সন্দেহে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম রেজা-উল-আহমেদ বলে স্পেশাল সেল কর্মকর্তারা জানিয়েছেন।

স্পেশাল সেল’র জয়েন্ট কমিশনার এমএম অবেরয় জানিয়েছেন, অপারেশনটি ছিল পশ্চিমবঙ্গ পুলিশের। আমরা শুধু তাকে গ্রেপ্তার করতে সাহায্য করেছি। ওই ব্যক্তির অবস্থানের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের সঙ্গে শেয়ার করে। আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি।

অবেরয় দিল্লির কোথা থেকে ও কবে আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি।

পুলিশ কর্মকর্তাদের দাবি, রেজা-উল-আহমেদ প্রকৃতপক্ষে আল-কায়দার আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের(এবিটি) সদস্য।

এছাড়া পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে জাল টাকা পাচারের সঙ্গে রেজা-উল-আহমেদ জড়িত ছিলেন। ভারত থেকে নেপালে পালিয়ে যাবার চিন্তা-ভাবনা করছিলেন তিনি।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে এসব কথা বলা হয়েছে।

গেলো রোববার ভারতের মুজাফফরনগর থেকে জঙ্গি সন্দেহে আবদুল্লাহ আল মামুন নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে উত্তর প্রদেশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড(এটিএস)। তিনি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত ছিলেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh