• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্যারিসে সেনা গাড়িতে হামলা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ আগস্ট ২০১৭, ১৬:২৩

ফ্রান্সের রাজধানী প্যারিসের লেভালুহা ত্রেহেতে টহলরত সেনা সদস্যদের ওপর গাড়ি নিয়ে হামলা হয়েছে। এতে ছয় সেনাসদস্য আহত হয়েছেন। গাড়ি দিয়ে হামলা চালানো ব্যক্তিকে খুঁজছে দেশটির পুলিশ।

বুধবার সকাল আটটার দিকে ওই হামলায় অন্তত ছয়জন আহত হন। আহতদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, এ হামলা দৃশ্যত উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে।

প্যারিস পুলিশ সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে এক সেনাদলের ওপর ওই হামলা হয়। কর্তৃপক্ষ ওই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করলেও এটি জঙ্গি হামলা কিনা, সে ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।

স্থানীয় মেয়র প্যাটট্রিক ব্যালকানি বলেন, একটি বিএমডব্লিউ সেনাক্যাম্পের সামনেই পার্ক করা ছিলো। কালো রংয়ের ওই গাড়িটি সেনাদের বের হবার জন্য অপেক্ষা করছিলো। এরপর রং সাইডে চালিয়ে এসে হামলা চালায় ওই চালক।

মেয়রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সেনাদের লক্ষ্য করে যে গাড়িটি হামলা করেছে তাতে কোনো সন্দেহ নেই। এটা পরিকল্পিত হামলা, এতে কোনো সন্দেহ নেই ।

প্যারিসের মেয়র দাবি করেছেন, লেভালুহা একটি শান্ত শহর। এখানে এমন ঘটনা হতে পারে কেউ ভাবতেও পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িতে একজনই ছিলো। কাল-দ্য-সাক নামে একজায়গায় গাড়ি পার্ক করে ওই চালক। ওই স্থানে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় সিনেটর রজার কারুতচি বলেন, আমাদের আরো সাবধান হতে হবে। এটা কোনও দুর্ঘটনা ছিলো না। ওই ব্যক্তি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা উদ্দেশ্য নিয়ে কিছু বলতে পারছি না।

২০১৫ সালের পর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা চলছে। দেশজুড়ে ১০ হাজার সেনা টহল দিচ্ছে। এছাড়া ৪ হাজার ৭০০ পুলিশও রয়েছে এই অভিযানে। এর মাঝেই নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটলো।

জঙ্গি হামলাকে কারণ দেখিয়ে এ পর্যন্ত ৫ বার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এতে হামলা বন্ধ হয়নি। তা সত্ত্বেও ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত ১ নভেম্বর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে চান ম্যাক্রোঁ।

গেলো এপ্রিলেও চ্যাম্পস এলিসে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছিলেন এক পুলিশ সদস্য। এরপর জুনে একই রাস্তায় এক সামরিক গাড়িতে গ্যাসবোতল ভর্তি গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিলো এক আইএস সমর্থক।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh