• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গুয়ামের মার্কিন ঘাঁটিগুলোকে আগুনে ঢেকে দেয়া হবে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ আগস্ট ২০১৭, ১০:২৩

উত্তর কোরিয়া বলেছে, প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত গুয়ামের মার্কিন ঘাঁটিগুলোতে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। এ পরিকল্পনার আওতায় হামলা চালিয়ে গুয়ামের মার্কিন ঘাঁটিগুলোকে আগুনে ঢেকে দেয়া হবে। পিয়ংইয়ংয়ে জোরালো হামলা চালানো হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হুমকি দেয়ার পরই এ ঘোষণা দেয় উত্তর কোরিয়া।

গুয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার পরিকল্পনা এতে থাকবে। দক্ষিণ কোরিয়ায় উড্ডয়ন মিশন শেষে মার্কিন কৌশলগত বি-১ বোমারু বিমানগুলো অ্যান্ডারসন ঘাঁটিতে জ্বালানি নিয়ে থাকে। এ সব বিমান মাঝে মাঝেই দক্ষিণ কোরিয়ার আকাশে টহল দিয়ে পিয়ংইয়ংয়ের জন্য হুমকি সৃষ্টি করে। পাশাপাশি দেশটিকে ব্ল্যাকমেইল করতে চায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। এতে বলা হয়েছে, দেশটির নেতা কিম জং-উন হামলার সিদ্ধান্ত নেয়ার পর যে কোনো মুহূর্তে উপুর্যপরি এবং বহুমুখী হামলা চালানো হবে।

এদিকে পৃথক এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলেছে, আমেরিকার উসকানির কোনো আভাষ পাওয়া গেলে আগাম হামলা চালানো হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh