• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরমাণু হামলা পরবর্তীর প্রস্তুতি নিচ্ছে জাপান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৭, ১৭:৩৫

যদি উত্তর কোরিয়া পরমাণু হামলা চালায় জাপানের পরবর্তী প্রজন্মের অবস্থা কী হবে? এমন প্রশ্নের উত্তর না থাকলেও হামলা থেকে প্রাথমিকভাবে কীভাবে বাঁচা যায় সেই চেষ্টাই করছেন দেশটির নাগরিকরা।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে দেখা যায়, দেশটির সাকাটা শহরের বাসিন্দারা পরমাণু হামলা থেকে কীভাবে নিজেদের রক্ষা করবেন এমন প্রস্তুতি চালাচ্ছেন।

জাপান সাগরের পশ্চিম উপকূলের এ শহরটি দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল। আর সাগরের ওপারেই পরমাণু ক্ষেপণাস্ত্রের হামলার জন্য বিশ্বের জন্য সবচে’ বড় হুমকি উত্তর কোরিয়ার অবস্থান।

সম্প্রতি উত্তর কোরিয়া ইস্যুতে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ব রাজনীতি। এর ওপর ভিত্তি করেই প্রস্তুতি মহড়া করা হয় সাকাটায়।