• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা চায় সিউল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৭, ১২:২৩

পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চলতি সপ্তাহে একটি আঞ্চলিক সম্মেলনে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি সিউল। জানালেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউইয়ু ওহা।

ফিলিপাইনের ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে।

ওই সম্মেলনের মধ্যে যেকোনো সময় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি দক্ষিণ কোরিয়া।

এরই মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। আর এই অবস্থায় আলোচনার প্রস্তুতির কথা জানালো দক্ষিণ কোরিয়া।