• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই দশক পর পাকিস্তানে হিন্দু মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ আগস্ট ২০১৭, ১৮:৪৯

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দর্শন লাল। পেশায় চিকিৎসক এ রাজনীতিবিদের মাধ্যমে ২০ বছর পর কোনো হিন্দু ধর্মের অনুসারী পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

এর আগে দেশে শেষবারের মতো হিন্দু মন্ত্রী হয়েছিলেন ‘পাকিস্তান হিন্দু পার্টি’র প্রতিষ্ঠাতা রানাচন্দ্র সিংহ।

গেলো শুক্রবারই শপথ নিয়েছে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির নতুন মন্ত্রিসভা। মোট ৪৭ জন সদস্যের এ নয়া মন্ত্রিসভায় ফেডারেল মন্ত্রী ২৮ জন এবং প্রাদেশিক মন্ত্রী ১৯ জন। দর্শন লাল পাকিস্তানের ৪টি প্রদেশের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন।

২০১৩ সালে পিএমএল-এন এর টিকিটে জিতে দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হয়ে ছিলেন দর্শন লাল। পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি জেলার মিরপুরের মাথেলার বাসিন্দা তিনি।

একইসঙ্গে প্রায় চার বছর পর কোনো পররাষ্ট্রমন্ত্রী পেলো পাকিস্তান। আব্বাসির মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খাজা মোহাম্মদ আসিফ। তিনি নওয়াজ শরিফের মন্ত্রিসভায় প্রতিরক্ষা ও বিদ্যুৎমন্ত্রী ছিলেন। পাকিস্তানের সবশেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিনা রব্বানি খান। ২০১৩ সালে শপথ নেয়া নওয়াজ শরিফের মন্ত্রিসভায় কোনো পররাষ্ট্রমন্ত্রী ছিল না।

শুক্রবার শপথ নেয়া নতুন মন্ত্রিসভায় অনেকেই শরিফের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh