• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হঠাৎ পাকিস্তানে ইন্টারনেট স্লো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৭, ১৮:৫৭

পাকিস্তানে ইন্টারনেট সরবরাহকারী ইন্টারন্যাশনাল সাবমেরিন ক্যাবল আইএমইডব্লিউই’তে(ইন্ডিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ) প্রযুক্তিগত সমস্যার কারণে সারাদেশের ইন্টারনেট স্লো হয়ে গেছে।

শনিবার পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড(পিটিসিএল) এ দাবি করেছে।

পিটিসিএল’র একজন মুখপাত্র দাবি করেছেন, আইএমইডব্লিউই’র ক্যাবলে বড় ধরনের একটি ত্রুটি থাকতে পারে, যেটি ঘটেছে সৌদি আরবের কাছাকাছি।

পিটিসিএল জেনারেল ম্যানেজার ইমরান জানজুয়া বলেছেন, আইএমইডব্লিউই’র ত্রুটি সারাদেশের ইন্টারনেট অবকাঠামোকে বিঘ্নিত করেছে।

পিটিসিএল’র চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সিকান্দার নাকভি বলেছেন, আইএমইডব্লিউই’র সংযোগ না থাকায় পিটিসিএল বিকল্প নেটওয়ার্ক সরবরাহ করছে।

একজন পিটিসিএল মুখপাত্র আরো জানিয়েছেন, জেদ্দা ওই ক্যাবল মেরামতের চেষ্টা করেছে। তবে সময় লাগবে।

জুলাই মাসে পাকিস্তানে এএই-ওয়ান(এশিয়া-আফ্রিকা-ইউরোপ-ওয়ান) সাবমেরিন ইন্টারনেট ক্যাবল আনা হয়। ২৫ হাজার কিলোমিটার লম্বা এ সাবমেরিন ক্যাবলের একটি অংশ পাকিস্তান যা চালু হয় ২ জুলাই থেকে।

আইএমইডব্লিউই ক্যাবল ব্যবহারযোগ্য না হওয়া পর্যন্ত এটি দিয়ে কাজ চালানো হতে পারে।

পাকিস্তান ছাড়াও এশিয়া-আফ্রিকা-ইউরোপ-ওয়ান ক্যাবল সিস্টেম ভিয়েতনাম, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, মিশর, গ্রিস, ইটালি ও ফ্রান্সে ইন্টারনেট সরবরাহ করে। এক দশকের বেশি আগে নির্মিত এ ক্যাবল সিস্টেম বিশ্বের সবচে’ বড় সাবমেরিন ক্যাবল সিস্টেম।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ইন্টারনেট ও ডিসের তার অপসারণের নির্দেশ
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ
X
Fresh