• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানের নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ আগস্ট ২০১৭, ১৫:৫৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির নতুন মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছে।

শুক্রবার ইসলামাবাদে শপথ গ্রহণে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির এক খবরে জানানো হয়েছে।

খবরে বলা হয়, ৪৬ জন সদস্যকে নিয়ে পাকিস্তানের নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

গেলো ২৮ জুলাই পানামা কেলেঙ্কারির ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন দেশটির সুপ্রিমকোর্ট। এর পরপরই পদত্যাগ করেন তিনি।

পাকিস্তানে মোট তিনবার প্রধানমন্ত্রী হন নওয়াজ শরিফ৷ গেলো বছর এই মামলায় জড়িয়ে পড়েন তিনি৷

পানামা পেপার্সের নথি অনুযায়ী, সেখানকার ল’ ফার্ম ‘মোসাক ফনসেকা’র মাধ্যমে শত শত ব্যবসায়ী ও রাজনীতিক গোপনে সম্পদ আয় করে বিভিন্ন দেশের ব্যাংকে রেখেছেন। ফাঁস হওয়া ওই সাড়ে ১১ লাখ নথির মধ্যে নওয়াজের সন্তান মরিয়াম, হাসান ও হুসেইনের নামে ৮টি অফশোর কোম্পানি (করফাঁকি দিতে তথ্য গোপন রেখে সুবিধাজনক দেশে প্রতিষ্ঠিত কোম্পানি) থাকার তথ্যও আসে।

কিন্তু অভিযোগ প্রথম থেকেই উড়িয়ে দিয়ে নওয়াজ ও তার স্বজনরা বলছেন, এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

নওয়াজ শরিফ পদত্যাগ করার পর তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর হিসেবে শহিদ খাকান আব্বাসির নাম ঘোষণা করে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh