• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকার নতুন অবরোধ ‘বাণিজ্য যুদ্ধ’: মেদভেদেভ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ আগস্ট ২০১৭, ১১:৫১

রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিলে সই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপত্তি সত্ত্বেও কংগ্রেসে পাশ হওয়া এ বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে অনুমতি দানের সই করতে গিয়ে বিলটিকে তিনি ‘ত্রুটিযুক্ত বিল’ বলে আখ্যায়িত করেছেন।

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, নতুন এ বিলের মাধ্যমে আমেরিকা আসলে পূর্ণমাত্রায় বাণিজ্যকেন্দ্রিক যুদ্ধ শুরুর প্ররোচনা দিচ্ছে।

মেদভেদেভ আরো বলেন, এই যে বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইচ্ছার বিরুদ্ধে সই করলেন, এতেই স্পষ্ট হলো আমেরিকার প্রেসিডেন্টের গুরুত্ব আসলে কতটা।

রাশিয়ার প্রধানমন্ত্রীর ভাষায়, কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি অপদস্থ করেছে।

আমেরিকার কংগ্রেস গেলো সপ্তাহে প্রায় সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিল পাশ করে।

এই বিল সংসদের দু’কক্ষেই পাশ হওয়ায় নাখোশ ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তাই অনেকেই মনে করছিলেন যে, প্রেসিডেন্ট হিসেবে বিলটিতে সই করার সময়ে শেষ মুহূর্তে কোনো একটা অজুহাতে ট্রাম্প হয়তো তাতে সই নাও করতে পারেন। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রুশ-অবরোধ বিলে অনিচ্ছা সত্ত্বেও সই করেছন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার রাজনীতিতে নিজেকে আরো সমালোচিত করে তুলতে চাননি বলেই প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এই বিলে সই করেছেন বলেও মনে করছেন অনেকেই।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকা ‌এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে রাশিয়ার ওপর এই নতুন অবরোধ এলো।

গেলো মাসেই ট্রাম্প-পুতিনের প্রথম বৈঠক হলো জার্মানিতে জি-৭ সম্মেলনে। এরপর দু’দেশই তাদের সম্পর্ক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু এ নিষেধাজ্ঞা বিল ফের উত্তেজনার পারদই বাড়িয়ে দিল বলেও মনে করছে কেউ কেউ।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh