• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বরের মাথায় পিস্তল ঠেকিয়ে কারাগারে মার্কিন নববধূ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৭, ১৪:৩৪

নববধূটির নাম কেট এলিজাবেথ প্রিচার্ড। ২৫ বছরের এ তরুণী আমেরিকার টেনেসির বাসিন্দা। বিয়ের আসরে বধূ বেশে বসেছিলেন তিনি। তবে বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই বরের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন এ রমণী।

এ অভিযোগে তাকে আটক করেছে সেখানকার পুলিশ। এসময় তার গায়ে বিয়ের পোশাক পরা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারিদিকে আনন্দ-উৎসবের আমেজ চলছিল বিয়ের অনুষ্ঠান।এরমধ্যে হঠাৎ একটি নাইন এমএম পিস্তল স্বামীর মাথায় ঠেকান এবং ট্রিগার চাপেন নববধূ। তবে ভাগ্য সহায় ছিল যে পিস্তলে তখন কোনো গুলি ছিল না। অবশ্য পরে তিনি আবার গুলি ভরেন পিস্তলে এবং ফাঁকা গুলি ছোঁড়ার পর উপস্থিত লোকজন ভয়ে পালাতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিযোগ নবদম্পতি মদ্যপান করছিল এবং মোটেলের বাইরে নিজেদের মধ্যে ঝগড়া করছিল।

পুলিশ কর্মকর্তারা তাদের দুজনের বিরুদ্ধেই কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতার অভিযোগ এনেছেন।

একজন কর্মকর্তা বলেন, ‘তিনি বিয়ের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা পিস্তল বের করে তার স্বামীর মাথায় ঠেকান।’

পরে নববধূকে জেলে নেয়া হয় বলেও নিশ্চিত করেছে পুলিশ।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh