• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আজ পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৭, ১৪:০৬

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন আজ মঙ্গলবার। নতুন প্রধানমন্ত্রী বাছাই করতে বিকেল ৩টায় বসছে জাতীয় পরিষদের বিশেষ অধিবেশন।

আইনপ্রণেতাদের ভোটে নির্বাচিত হবেন দেশটির ১৮তম প্রধানমন্ত্রী। নির্বাচনে প্রার্থী আছেন ৬ জন। নওয়াজ শরীফের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগের টিকিটে লড়ছেন শাহিদ খাকান আব্বাসি।

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তেও একক প্রার্থী দিতে পারেনি বিরোধী দল। বিরোধীদলীয় নেতা খুরশিদ শাহ ও নাভিদ কামারকে প্রার্থী করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের তেহেরিক-ই-ইনসাফ থেকে লড়ছেন শেখ রশিদ।

পার্লামেন্টের ৩৪২টি আসনের মধ্যে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএলএন) সংখ্যাগরিষ্ঠতা থাকায় আব্বাসির জয় প্রায় নিশ্চিত।

পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টের অযোগ্য ঘোষণায় প্রধানমন্ত্রীর পদ ছাড়েন নওয়াজ শরীফ।

উত্তরসূরি হিসেবে ছোটভাই শাহবাজ শরীফকে মনোনীত করেন নওয়াজ। বর্তমানে পাঞ্জাব প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করছিলেন তিনি।

প্রাদেশিক পরিষদের সদস্য না হওয়ায় প্রধানমন্ত্রী পদে সরাসরি শপথ গ্রহণ করতে পারেননি শাহবাজ। তাই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী খুঁজতে হলো পাকিস্তানকে।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নওয়াজের খালি হওয়া আসনে ৪৫ দিনের মধ্যে পুনঃনির্বাচন হবে। মঙ্গলবারের ভোটে আব্বাসিই হচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
আজ কোথায় কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অফিস
X
Fresh