• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে মেয়রসহ পরিবারের নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ জুলাই ২০১৭, ২২:৪১

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের ওজামিজ শহরের মেয়র রেনালদো পারোজিনগে ও তার স্ত্রীসহ ১৫ জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাতে পরিচালিত মাদক বিরোধী অভিযানে তারা নিহত হন।

নিরাপত্তা বাহিনীর দাবি, ওয়ারেন্ট নিয়ে মেয়রকে গ্রেপ্তার করতে গেলে তার নিরাপত্তারক্ষীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তখন পুলিশ পাল্টা গুলি চালালে মেয়র, তার স্ত্রীসহ মোট ১৫ জন নিহত হন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে রাইফেল, নগদ অর্থ ও অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে। তবে পারোজিনগ পরিবারের এক মুখপাত্রের দাবি, পুলিশকে একটি গুলিও করা হয়নি।

গেলো বছরের জুলাইয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার করে ফিলিপাইন। এতে এ পর্যন্ত ৭ হাজার মানুষ নিহত হয়েছেন।

প্রেসিডেন্টর মুখপাত্র এর্নেস্তো আবেল্লা বলেন, আপনাদের যদি মনে থাকে, তাহলে জেনে থাকবেন পারোজিনগে পরিবারের নাম অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে জড়িতদের তালিকায় ছিল।

তিনি আরো বলেন, রেনালদো পারোজিনগের ভাইকেও মাদক বিরোধী অভিযানে হত্যা করা হয়। তার মেয়ে ও শহরের ভাইস মেয়রকেও মাদক সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh