• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফের হজে ইরানিরা

অনলাইন ডেস্ক
  ৩১ জুলাই ২০১৭, ১৩:২৫

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দু’দেশ সৌদি ও ইরানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের কারণে গেলো বছর হজ বয়কট করেছিল ইরান। গেলো বছর বয়কট করলেও এবার নাগরিকদের পবিত্র হজ পালনের সুযোগ দিচ্ছে ইরান। প্রায় ৯০ হাজার ইরানি সৌদি আরবে যাচ্ছেন হজ করতে।

রোববার ইরানি হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে পৌঁছেছে তিনটি ফ্লাইট। এসব ফ্লাইটে অন্তত ৮০০ জন ইরানি এসেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ তথ্য জানান ইরানের হজ সংস্থার পরিচালক নাসরুল্লাহ ফারাহমান্দ।

তিনি বলেন, এ বছর ইরান থেকে ৮৫ হাজার ৫০০ লোক হজে অংশ নিতে যাবেন। এছাড়া হজের সময় ইরানিদের সহায়তার জন্য ৮০০ জন সমন্বয়ককে সৌদি আরবে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৫ সালের হজে সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় কয়েক শ’ হাজি নিহত হন। এদের মধ্যে ইরানের উল্লেখযোগ্য সংখ্যক লোক ছিলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে দু’প্রভাবশালী দেশের এ বিরোধের জের ধরে পরের বছর নিজেদের নাগরিকদের হজে যেতে দেয়নি ইরান।

এদিকে রোববার হজ সংগঠকদের উদ্দেশে এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানিরা কখনোই ২০১৫ সালের হজের বিপর্যয়কর ঘটনা ভুলবে না। তবে আগত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান খামেনি।

এছাড়া সম্প্রতি ইসলামের অন্যতম পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ নিয়ে ফিলিস্তিনদের হেনস্তার প্রতিবাদে ইসরায়েলের প্রতি হজে প্রতিক্রিয়া দেখাতে বলেছেন হজযাত্রীদের। তবে এ প্রতিক্রিয়া কেমন হবে তা বলেননি তিনি।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
এক ম্যাচে ৩১ গোল হজম করার অনুভূতি জানালেন গোলকিপার
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
ইসরায়েলে ইরানি হামলার শঙ্কা, মন্ত্রীদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
X
Fresh