• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হ্যামিলনের বাঁশিওয়ালা খুঁজছেন নিউইয়র্কের মেয়র (ভিডিও)

ইমরুল হাসান

  ৩১ জুলাই ২০১৭, ১১:৫৪

হ্যামিলনের বাঁশিওয়ালার কথা কে না জানে। বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কের মেয়রকে এখন সাড়ে ৭শ’বছর আগের জার্মানির ছোট শহরের সেই বাঁশিওয়ালাকেই যেনো নতুন করে খুঁজতে হচ্ছে!

ইঁদুরের উৎপাতে বর্তমানে অতিষ্ঠ মার্কিন মুলুক! নিউইয়র্কের জনবসতিপূর্ণ ম্যানহাটন, ব্রুকলিন, ব্রঙ্কসে ইঁদুরের সংখ্যা বেড়ে পরিস্থিতি এখন এমনই ভয়াবহ যে উপদ্রব ছড়িয়েছে বাসা-বাড়ি থেকে ব্যস্ততম সাবওয়েতেও। ইঁদুর নিধনে তাই প্রায় সোয়া তিন কোটি মার্কিন ডলারের প্রকল্প হাতে নিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ।

নিউইয়র্কে ইঁদুরের সংখ্যা কতো তা নিয়ে এখন রীতিমতো গবেষণা চলছে। সাধারণভাবে মনে করা হয় শহরের ৮০ লাখ মানুষের প্রত্যেকের ভাগে একটি করে ইঁদুর আছে। যার অর্থ হচ্ছে নিউইয়র্কে ইঁদুরের সংখ্যা ৮০ লাখ!

তবে ২০১৪ সালে এক পরিসংখ্যানে এ সংখ্যা ২০ লাখ বলে দেখান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

এদিকে ইঁদুরের উৎপাত এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘর ছেড়ে ছড়িয়ে গেছে ব্যস্ততম সাবওয়েগুলোতেও।

এরই প্রেক্ষিতে ইঁদুর দমনে মাঠে নেমেছে সেখানকার প্রশাসন।

এজন্য নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো তিন কোটি ২০ লাখ ডলার বরাদ্দও দিয়েছেন। এ অর্থ দিয়ে আগামী বছরের মধ্যেই ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলিনের অন্তত ৭০ শতাংশ ইঁদুর মারা হবে।

ইঁদুরের অত্যাচার থেকে রক্ষার এ মহা আয়োজন কতোটা স্বস্তি দিতে পারে সে দিকেই এখন তাকিয়ে নিউইয়র্কবাসী।

আরকে/জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh