• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় বিমান হামলার পরিকল্পনা ‘পণ্ড’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুলাই ২০১৭, ১০:৩৪

অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করে বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

রোববার সিডনিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী টার্নবুল। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ফেডারেল পুলিশ কমিশনার এন্ড্রেউ কলভিন জানান, সন্ত্রাসীরা 'ইমপ্রোভাইজড ডিভাইস' ব্যাবহার করে একটি বিমান বিস্ফোরিত করার পরিকল্পনা করছিল- এমন তথ্য তাদের কাছে ছিল।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলছেন, একটি বড়সড় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে ওই পরিকল্পনা নস্যাৎ করা হয়।

ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ এবং অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সদস্যরা সিডনির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

বার্তা সংস্থা সিএনএন জানায়, কোথায় এবং কবে ওই হামলার পরিকল্পনা ছিল তা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

সিডনির সারি হিলস, লাকেম্বা, ওয়াইলি পার্ক এবং পাঞ্চবৌলে এসব অভিযান চালানো হয়।

এ ঘটনার প্রেক্ষাপটে প্রথমে সিডনি বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হলেও এখন দেশজুড়ে তা বিস্তৃত করা হয়েছে।

আকাশপথে যারা ভ্রমণ করছেন তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী টার্নবুল বলেছেন, তাদের উচিত আস্থার সঙ্গে নিজ নিজ কাজ অব্যাহত রাখা।

গেলো জুনের প্রথম সপ্তাহে দেশটির অন্যতম প্রধান শহর মেলবোর্নে হামলার পর দায় স্বীকার কলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সেময় বন্দুকধারী হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। তবে তার আগেই বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত এবং ৩ পুলিশ সদস্য আহত হন।

নিহত হামলাকারীর নাম ছিল ইয়াকুব খায়রি। তিনি এক নারীকে জিম্মি করেছিলেন।

সেসময় ভিক্টোরিয়ার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইয়াকুব একজন চিহ্নিত অপরাধী। ২০০৯ সালে সিডনিতে সেনাবাহিনীর একটি ব্যারাকে হামলার পরিকল্পনার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। পরে প্যারোলে মুক্তি পান।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮ 
জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
আরও ২০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
X
Fresh