• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৭, ০০:০২

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার আহ্বান জানালেন পাকিস্তানি তরুণী হিজাব আসিফ।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরিফের পদত্যাগের পর তিনি তার টুইটার পোস্টে এ আহ্বান জানান।

হিজাব আসিফ তার টুইটার পোস্টে লেখেন, সীমান্তের এপার থেকে আপনার জন্য অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা। আপনি যদি আমাদের প্রধানমন্ত্রী হতেন, এ দেশের চেহারাটাই পালটে যেত!

রিপ্লাইতে আনন্দ সিংহ নামের একজন ভারতীয় লিখেছেন, যাইহোক আপনাকে অভিনন্দন জানাই… আপনি এদেশে আসার ভিসা পেতে পারেন… কিন্তু আমরা সুষমা ম্যামকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেব না…দুঃখিত…

জবাবে হিজাব আসিফ লিখেছেন, যাইহোক আমরা তাকে পাব না।

এরপর প্রসন্ন জোশি নামের একজন ভারতীয় লিখেছেন, আপনি কি একজন কাফিরকে আপনাদের নেতা বানাতে চান?

এর জবাবে হিজাব লিখেছেন, মানবতা ও মানবিকতা প্রথমে, ধর্ম দ্বিতীয় অবস্থানে।

প্রতিবছর চিকিৎসার কারণে ভারতে আসেন বহু পাকিস্তানি। সম্প্রতি এক পাকিস্তানি নাগরিককে ভারতে আসার মেডিক্যাল ভিসা দেয়ার ক্ষেত্রে টুইটারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন জানান হিজাব আসিফ।

দ্রুতই পদক্ষেপ নেন সুষমা স্বরাজ। এরপর তার নির্দেশে ওই পাকিস্তানির সঙ্গে যোগাযোগ করে ইসলামাবাদের ভারতীয় দূতাবাস।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা
‘ভারতের পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খেয়ে বয়কটের ডাক তামাশা’
X
Fresh