• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভেনেজুয়েলার ১৩ কর্মকর্তাকে আমেরিকার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৭, ১৯:২৯

ভেনেজুয়েলা সরকারকে চাপে রাখতে দেশটির ১৩ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

ভেনেজুয়েলায় সংবিধান সংশোধনের জন্য পরিষদ গঠন করতে আসছে রোববারের বিতর্কিত গণভোটের আগে এমন সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

নিষিদ্ধদের মধ্যে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী, সামরিক বাহিনীর প্রধানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।

আমেরিকায় থাকা তাদের যাবতীয় সম্পত্তি জব্দ করা হয়েছে।

একইসঙ্গে আমেরিকায় কোন ধরনের ব্যবসা করতে পারবেন না তারা।

গেলো সপ্তাহে গণভোটের বিরুদ্ধে কঠোর ও দ্রুত অর্থনৈতিক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকার এ সিদ্ধান্তকে বেআইনী ও অপমানজনক বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

এদিকে গণভোটের প্রতিবাদে দেশটির বিরোধী দলগুলোর টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। কাল শুক্রবার দেশব্যাপী সমাবেশ করবে তারা।

ভেনেজুয়েলা সরকারের নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কলম্বিয়া, ফ্রান্স, স্পেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন।

কিন্তু এসব দেশের আহ্বানে সাড়া দেননি প্রেসিডেন্ট মাদুরো।

গেলো এপ্রিলে দেশজুড়ে বিক্ষোভে অংশ নেয়া কমপক্ষে ১০০ জন সংঘর্ষে নিহত হয়েছেন।

আন্দোলকারীদের অভিযোগ মাদুরোর সরকারের হাতে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার কোনো সমাধান নেই।

অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, বিরোধীদল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধস, ২৩ জনের মৃত্যু
X
Fresh