• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কালো বলে মানুষ কটূক্তি করে : মিশেল ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৭, ১৬:৫২

আমেরিকায় বর্ণবাদ নিষিদ্ধ হলেও ফার্স্ট লেডি হিসেবে হোয়ইট হাউজে থাকাকালে বর্ণ বৈষম্যের শিকার হন বলে জানিয়েছেন মিশেল ওবামা।

মঙ্গলবার উইমেন’স ফাউন্ডেশন অব কলোরাডোর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মিশেল ওবামা বলেন, হোয়াইট হাউজে ৮ বছর কাজ করে যাওয়া অনেক কঠিন ছিল। কারণ ওখানে এমন লোক আছেন যারা আমাকে দেখতে পছন্দ করতেন না। আর সেটা আমার গায়ের রংয়ের কারণে।

তিনি বলেন, অনেক ছোট ছোট ক্ষত নিয়ে আমরা বাস করি, প্রতিদিনই রক্তাক্ত হই। তারপরও আমরা উঠে দাঁড়াই।

মেয়েদের ভেতরের ইতিবাচক শক্তিকে উজ্জীবিত করতে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, প্রতিদিন মেয়েকে বলুন, তুমি স্মার্ট। তুমি দক্ষ।

প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি হয়ে আমেরিকার ইতিহাসে নাম লেখান মিশেল ওবামা। প্রায় এক দশক ধরে গায়ের রংয়ের জন্য নানা সময়ে নানা মানুষের কটূক্তি শুনেছেন তিনি।

তাকে খুব জঘন্য ফার্স্ট লেডি এবং সে আগের শ্বেতাঙ্গ ফার্স্ট লেডিদের মতো ‘ক্লাসি’ না বলেও কথা উঠেছিল।

ওয়াশিংটন স্টেটের এক মেয়র তো বলেই বসেছিলেন, মিশেলের মুখ গরিলার মতো। পুশ আপ করা বা শর্টস পরার জন্য সমালোচিতও হন তিনি।

হোয়াইট হাউজ থেকে বের হবার পরও মিশেলকে নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডি হচ্ছেন শুনে ওয়েস্ট ভার্জিনিয়ার এক এনজিও’র পরিচালক টুইট করেন। ‘হিল পরিহিত বান্দর দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাক, আমেরিকায় একজন সুন্দরী ফার্স্ট লেডি এল।’

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh