• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইরানি কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দিলো কুয়েত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ জুলাই ২০১৭, ১৯:৩৭

১৫ ইরানি কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। এমন সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে তেহরান।

সোমবার ইরান জানিয়েছে, কুয়েত থেকে ইরান তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবে না।

গেলো সপ্তাহে কুয়েত ১৫ ইরানি কূটনীতিককে ছয় মাসের মধ্যে কুয়েত ত্যাগের নির্দেশ দেয়। ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ডের সঙ্গে একটি সন্ত্রাসী সেলের সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় হতাশা ব্যক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম গাসেমি বলেন, আমরা কুয়েতের কাছ থেকে এমনটা আশা করিনি।

তিনি আরো বলেন, আমরা সব সময়ই পারস্য উপসাগরীয় অঞ্চলে কুয়েতের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখে চলেছি। তাদের এ পদক্ষেপটি আমাদের জন্য সুখকর না হলেও আমরা পরস্পরের সঙ্গে এখনো আলাপ-আলোচনা ও যোগাযোগ রক্ষা করে এ সংকট কাটাতে পারি।

কুয়েতে ইরানের রাষ্ট্রদূত বহাল থাকবেন বলে নিশ্চিত করেন তিনি।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh