• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ার ওপর অবরোধ আরোপে একমত কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৭, ২২:৪১

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপে ঐক্যমতে পৌঁছেছে আমেরিকার কংগ্রেস।

এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও অবরোধ শিথিল হবে না। কংগ্রেস তাতে ভেটো দিতে পারবে।

শনিবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা ৩ দেশের ওপর অবরোধ আরোপের বিষয়ে একমত পোষণ করেন।

চলতি মাসের শেষ দিকে এ-সংক্রান্ত বিল প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য পাঠানো হবে।

হোয়াইট হাউস তদবির করে বিলে পরিবর্তন আনার চেষ্টা করলেও পারেনি।

ফলে কর্তৃপক্ষ মস্কোর ওপর অবরোধ শিথিলের চেষ্টা করলে তা ঠেকানোর ক্ষমতা থাকবে কংগ্রেসের হাতে।

মেরিল্যান্ডের সিনেটর বেঞ্জামিন এল কার্ডিন বলেন, মার্কিন জনগণ ও বন্ধুদের পক্ষ থেকে কংগ্রেস প্রেসিডেন্ট পুতিনকে পরিষ্কার একটি বার্তা দিতে চায়।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে বলেন, রাশিয়ার ওপর অবরোধের জন্য ঐকমতের বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছে রাশিয়া।

প্রেসিডেন্ট নির্বাচনে রুশ-সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এপি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh