• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হেরে গেলেন রৌসেফ

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩১

চূড়ান্তভাবে ব্রাজিলের প্রেসিডেন্টের পদ হারালেন দিলমা রৌসেফ। সাময়িক বরখাস্ত হওয়া রৌসেফের অভিশংসনের পক্ষে রায় দিয়েছে দেশটির সিনেট।

বুধবার বাজেট আইন ভঙ্গের দায়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্টের বিরুদ্ধে এ রায় দেয়া হয়। ৮১ সদস্যের সিনেটে ৬১ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশের বেশি ভোট পড়ে রৌসেফের বিপক্ষে।

২০০৪ সালে নির্বাচনের প্রাক্কালে আগের মেয়াদের আর্থিক তথ্য-উপাত্তে কারসাজি করে প্রবৃদ্ধি হিসেব বাড়িয়ে দেখানোর অভিযোগে তাঁকে অভিশংসিত করে সিনেট। এর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে বামপন্থী ওয়ার্কার্স পার্টির তেরো বছরের শাসনের অবসান হলো।

তবে এ অভিযোগ অস্বীকার করে অভিশংসন প্রক্রিয়াকে অভ্যুত্থান উল্লেখ করে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রৌসেফ।

এদিকে রৌসেফকে বরখাস্তের পর দেশটির নতুন প্রেসিডেন্ট করা হয়েছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশেল তেমেরকে। আসছে জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকারের বাকি মেয়াদ পর্যন্ত থাকবেন মধ্য-ডানপন্থী পিএমডিপি দলের এ নেতা। অভিশংসন প্রক্রিয়া হিসেবে গেল মে মাসে সাময়িকভাবে বরখাস্ত হন রৌসেফ।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh