• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুলাই ২০১৭, ১৭:৫৩

আমেরিকা স্বীকার করেছে যে ইরান পরমাণু চুক্তির বিধিবিধান মেনে চলছে। তারপরও দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে আমেরিকা।

বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে দেশটি।

ইরানের বিরুদ্ধে নতুন এ অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে আমেরিকার পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, এ নিষেধাজ্ঞার আওতায় থাকছে ইরানের বিত্তবান ১৮ নাগরিক, গোষ্ঠী ও নেটওয়ার্ক।

নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও গোষ্ঠীর কোনো সম্পদ আমেরিকায় থাকলে তা জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আমেরিকানদের ব্যবসা করা নিষিদ্ধ করা হবে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গেলো সোমবার মার্কিন কংগ্রেসে ইরানকে পরমাণু চুক্তি মেলে চলার স্বীকৃতি দিলেও ঠিক তার একদিন পর নতুন নিষেধাজ্ঞার কথা শোনালো ট্রাম্প প্রশাসন। ২০১৫ সালে ইরানের সঙ্গে আমেরিকাসহ ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি হয়।

এ চুক্তির অন্য দেশগুলো হলো : রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।

সোমবার ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানায়, ইরান পরমাণু চুক্তি মেনে চলছে। এপ্রিল মাসেও কংগ্রেসকে এমন তথ্য দিয়েছিল ট্রাম্প প্রশাসন।

কিন্তু চুক্তির গতিশীলতায় বাধা দেয়ার অভিযোগে সোমবার তাদের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় আমেরিকা।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh