• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কাতারিদের ভিসামুক্ত চলাচল বাতিল করলো মিশর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুলাই ২০১৭, ১৪:৪৫

কাতারের নাগরিকদের জন্য ভিসামুক্ত চলাচলের সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে মিশর। আরব দেশগুলোর আরোপিত শর্তগুলো পালন না করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, মিশরে ঢুকতে হলে এখন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে কাতারের নাগরিকদের।

তবে কাতারে থাকা মিশরীয় ও মিশরের বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কাতারি শিক্ষার্থীরা এই নিয়মের আওতায় পড়বেন না বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জাইদ।

সন্ত্রাসবাদে মদদের অভিযোগে গেলো মাসে কাতারের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে, সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

সংকট সমাধানে ১৩ দফা শর্ত দেয় আরব দেশগুলো। আরোপিত শর্ত দোহা না মানায় এমন পদক্ষেপ নিলো আবদেল ফাত্তাহ আল-সিসি প্রশাসন।

বুধবার বা বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে এ সিদ্ধান্ত।

সম্পর্ক ছিন্নের পাশাপাশি গেলো মাসে ইয়েমেনের হাউদি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন আরব জোট থেকেও কাতারকে বের করে দেয়া হয়।

কারণ হিসেবে বলা হয়, কাতারের কর্মকাণ্ড সন্ত্রাসবাদকে শক্তিশালী করে।

এছাড়া মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদা, ইসলামিক স্টেটের (আইএস), মুসলিম ব্রাদারহুডের মতো জঙ্গি সংগঠনকে মদদ দেয়া এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগও তোলা হয়েছে দেশটির বিরুদ্ধে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিশরে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
নেশনস কাপে মিশরের সৌভাগ্যের আশায় গরু কোরবানি
শেখ হাসিনাকে মিশরের প্রেসিডেন্টের অভিনন্দন
X
Fresh