• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেক্সিকো সফরে যাবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট ২০১৬, ১১:৪৯

মেক্সিকো সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন তিনি। টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এ রিপাবলিকান প্রার্থী।

টুইটবার্তায় ট্রাম্প জানান, প্রেসিডেন্ট এনরিকো পেনে নিয়েতোর সঙ্গে দেখা করার বিষয়ে আগ্রহী তিনি।

তবে মেক্সিকোর প্রেসিডেন্টের পক্ষ থেকে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে নির্বাচনী ক্যাম্পেইনে ট্রাম্প মেক্সিকোর অভিবাসীদের 'সন্ত্রাসী' ও 'ধর্ষক' হিসেবে আখ্যায়িত করেছে। দুই দেশের সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

ট্রাম্পের দেয়াল তৈরির প্রস্তাব উত্থাপনের পর দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়, দেয়াল তৈরি শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। আর তার জন্য অর্থ দিতে রাজি আছে মেক্সিকো।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh