• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্যামেরুন-নাইজেরিয়া সীমান্তে বোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৭, ১১:৪০

ক্যামেরুন ও নাইজেরিয়া সীমান্তে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো প্রায় ৪০ জন।এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ক্যামেরুনের স্থানীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়া সীমান্তে ওয়াজা নামের একটি ব্যস্ত বাজারে দু' নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানানো হয়।

তবে দেশটির এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, একজন নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটালেও অন্যজনকে গুলি করে হত্যা করা হয়।

হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে। ক্যামেরুনের দক্ষিণাঞ্চলে সহিংসতার কারণে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ২ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

এর আগে গেলো মাসে কোলোফাতা শহরে দু’ শিশুর আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান নয়জন।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh