• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মিশরে বাংলাদেশি সোয়েটার ফ্যাক্টরিতে আগুন, নিহত ৩

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ জুলাই ২০১৭, ০৯:১৮

মিশরের রাজধানী কায়রোর মার্গ এলাকায় বাংলাদেশি মালিকানাধীন একটি সোয়েটার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ভোর ৫ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। তারা ফ্যাক্টরির দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে শ্বাসবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়।

কারখানার ভেতরে মানিকগঞ্জের বিখ্যাত পীর সাহেবের নাত জামাই হাফেজ মাওলানা নুর মোহাম্মদের মরদেহ পড়ে থাকতে পাওয়া যায়। তিনি ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। নুর মোহাম্মদ ঢাকার মিরপুর সাড়ে এগারতে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তিনি এই ফ্যাক্টরিতে চাকরি করতেন না। তবে কেন বা কিভাবে এখানে তিনি রাতে আসলেন তা কেউ বলতে পারছেন না।

এ বিষয় নিয়ে প্রবাসীদের অনেকেই আগুনের বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন। নিহত বাকি দু’ জনের পরিচয় পাওয়া যায়নি।

কয়েকজন বাংলাদেশি প্রবাসী অভিযোগ করেছেন, সেদিন রাতে ফ্যাক্টরির মালিক বাচ্চু মেইন গেট বাইরে থেকে বন্ধ করে চাবি বাসায় নিয়ে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ ফ্যাক্টরির মালিক বাচ্চুকে গ্রেপ্তার করেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh