• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ফের গোরক্ষকদের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুলাই ২০১৭, ১৮:১৪

এবার ভারতের নাগপুরে গোরক্ষকদের তাণ্ডবের শিকার হলেন এক ব্যক্তি। গরুর মাংস বহন করছেন এমন সন্দেহে ব্যবসায়ীকে স্কুটার থেকে রাস্তায় ফেলে বেধড়ক পিটানো হয়েছে।

এ ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

নাগপুরের ভারসিঙ্গি এলাকায় বুধবার ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম ইসমাইল শাহ।

ইন্ডিয়া টাইমস জানায়, বুধবার রাস্তা দিয়ে গরু মাংস নিয়ে যাওয়া হচ্ছে দাবি করে স্কুটারটিকে দাঁড় করায় অভিযুক্ত ওই চার ব্যক্তি। অভিযুক্তরা তার বক্তব্য শুনতেই চায়নি বলে অভিযোগ করেছেন ইসমাইল শাহ।

মারধরে বেহুঁশ হওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে। অভিযোগ পাওয়ার পর ৪ অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসপি শৈলেশ বালখাওয়াডে।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ইসমাইল শাহ-র সঙ্গে থাকা মাংস ফরেনসিক ল্যাবে পাঠানোর কথা জানিয়েছে নাগপুর পুলিশ।

গো-রক্ষার নাম করে এর আগে দেশটির বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটেছে।

সম্প্রতি ঝাড়খণ্ডে এক দুধ বিক্রেতাকে ব্যাপক মারধর করে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। তার ‘অপরাধ’বাড়ির সামনে একটি গরুর মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল।

এ বিষয়ে গেলো মাসের শেষ সপ্তাহে কঠোর হুঁশিয়ারি করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি হরিয়ানায় জুনেইদ খান নামে বছর ১৬ এর এক কিশোরকে খুনের ঘটনাও ঘটে।

ওই ঘটনায় অভিযুক্তরা, জুনেইদকে দেশবিরোধী এবং মাংসখেকো বলে অভিযুক্ত করে বলে জানা গেছে।

জুনেইদকে খুনের ঘটনার আগে রাজস্থানে দুধ বিক্রেতা পহেলু খানকে গরু চুরির অপরাধে খুন করে গোরক্ষকরা।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
X
Fresh