• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুলাই ২০১৭, ১২:২৭

লন্ডনের ক্যামডেন লক মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১০টি ফায়ার ইঞ্জিন দিয়ে ফায়ার সার্ভিসের ৭০ জন কর্মী এ আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সময় রাত ৩টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে লন্ডন ফায়ার বিগ্রেড কর্তৃপক্ষ।

তবে এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য সামনে আসেনি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

ঘটনাস্থলে থাকা শহরের বাসিন্দা জোহান রাইবস বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা পুলিশকে ফোনে খবর দেই। এসময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। এরপর মার্কেটের পাশের ভবনের বাসিন্দারা চিৎকার করতে থাকেন।

লন্ডন ফায়ার বিগ্রেডের স্টেশন ম্যানেজার ডেভিড রেইড জানান, মার্কেটটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। পড়ে ছাদে ছড়িয়েছে যায় আগুন। পাশের ভবনগুলোতে আগুন লাগার সম্ভাবনা থাকলেও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্যামেডন মার্কেটে প্রায় হাজারটির মতো দোকান রয়েছে। শহরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রও এটি। এর আগে ২০০৮ সালে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় এই মার্কেট বহুদিন ধরে বন্ধ ছিল।

১৯৭৪ সালে তৈরি হওয়া এ মার্কেটটিতে প্রতিবছর ২৮ মিলিয়ন ক্রেতা পরিদর্শন করেন।

এর আগে গেলো মাসের ১৩ জুন শহরের পূর্ব লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনে ৮০ জন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আগুনের রেশ কাটতে না কাটতে ওই মাসের ২৪ তারিখে বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিনের একটি চারতলা ভবনে ফের আগুন লাগে। যদিও সে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh